বিশেষ সমাবর্তন

ঢাবির দুই ইউনিটের ফলাফল সোমবার, সময়সূচি ঘোষণা

ঢাবি প্রতিবেদকঃ

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ঢাবির দুই ইউনিটের ‘বিজ্ঞান ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার দুপুর ১টায় প্রকাশ করা হবে।

ঢাবির দুই ইউনিটের ফলাফল কখন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ঢাবির দুই ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করবেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল পেইজ

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে। এবারে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে চারটি ইউনিটে ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। সেই হিসাবে প্রতি আসনের জন্য এবার ৫০ জন শিক্ষার্থীর সঙ্গে লড়তে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *