‘ ভালোবাসার ব্যর্থ পঙক্তিমালা ‘
দশটা বছর আর তিনশত মাইল দূরের সেই তুমি! তোমার গায়ের রক্তিম বর্ণ, নিস্তব্ধ আয়েশ; সেই শীতের রাত,তোমার বেণীবাধা কেশ; আর তোমার কাজল চোখে লুকিয়ে থাকা সেই শুভ্রতার হাসি- এ যেনো আমার চির জন্মে দেখা প্রেয়সীর অলঙ্কারমাত্র। তোমার গায়ের নীল শাড়ি, কাজল চোখ; সেই রোডসাইড ফুড, তোমার বৃষ্টিমাখা মুখ; আর আমাকে মুগ্ধ করা তোমার সেই মায়াবী …