“সফল আমার প্রবাস জীবন”
নাজিম উর রহমান।। আবু বকর ৭০ বছর বয়সী একজন মালয়েশিয়া প্রবাসী যিনি ক্লাং প্যারেডে পরিষ্কারকর্মী হিসাবে কাজ করেন। তিনি তার ক্রুদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ।আবু বকর তার জীবনের দীর্ঘসময় প্রবাসে কাটিয়ে দেন তার পরিবার আর সন্তানদের অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে। আজ মর্নিং ট্রিবিউনে তার দীর্ঘ প্রবাস জীবনের পাওয়া না পাওয়ার গল্প তার সাক্ষাৎকারের ওঠে আসে। আবু বকর বলেন, “২৭ বছর আগে আমি …