দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিয়ে করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, বিয়ে করেছি এটা সত্যি। মাসখানেক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে।

২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা যায়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

তিনি বলেন, কাজের সূত্র ধরেই রবিনের সাথে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেয়া-নেয়া।

বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কারো কারো কোভিড ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এ নায়িকা।

পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *