
অনলাইন ডেস্কঃ
আগামী এক বছরের জন্য কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. মহিউদ্দিনকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. মহিউদ্দিনকে সভাপতি ও সাইফুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি আবু ছাইন (সানি)।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (রুবেল), যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ শাকিল, রাসেল আহমেদ শুভ, অনুপম দেবনাথ আদিত্য, সুব্রত মল্লিক, রায়হান ইসলাম শান্ত, সারয়ার হোসেন রাকিব ও আনোয়ার হোসেন বাপ্পু। সাংগঠনিক সম্পাদক মো. রায়হান মিয়াজি, মো. আলিফ, মো. সাহবুদ্দিন সরকার ও মো. মতিউর রহমান।
নব গঠিত কমিটির সভাপতি মো. মহিউদ্দিন চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মোহাম্মদ উল্লাহ’র ছেলে। তিনি চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং উদ্ভিদবিদ্যা বিভাগ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
প্রসঙ্গত, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাত বছর পর গত ২৫ মার্চ ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়
