ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হলেন রাকিবুল হাসান রাকিব

অনলাইন ডেস্কঃ

গত রবিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে শূন্য পদের বিপরীতে  বিভিন্ন সময়ে ত্যাগী নেতাকর্মীদেরকে  পদায়ন করা হয়।  কমিটিতে  রাকিবুল হাসান রাকিবকে সহসভাপতি  পদে পদায়ন করা হয়। সংগঠনের সহ-সভাপতির পদ শূন্য হলে সেই পদে আসীন হলেন তিনি।

রাকিবুল হাসান রাকিব মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসুতে নির্বাচিত সদস্য হিসাবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন সোহাগ-জাকির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তার সমান পদচারনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ঐতিহ্যবাহী জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের  সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রাকিবুল হাসান রাকিব বলেন,’’জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি সফল করতে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি আমার যাবতীয় মেধা, মনন, শ্রম নিবেদন করবো, এটাই আমার প্রতিজ্ঞা।‘’

রাকিবুল হাসান রাকিব তার রাজনৈতিক জীবনে সকল ক্ষেত্রে  রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এদিকে রাকিবুল হাসান রাকিবকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত করায় বগুড়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *