চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ

জ্বালানি তেলের দাম হঠাৎ বৃদ্ধির কারণে শনিবার ( আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহনমালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। 

তিনি জানান, ‘তেলের দাম বাড়ানোর কারণে গাড়ি না চালানোর বিষয়ে এখনও অফিসিয়ালি কোনও কর্মসূচি ডাকা হয়নি। হুটকরে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় কারণে প্রাথমিকভাবে শনিবার সকাল থেকে নগরীতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেওয়াহয়েছে।

পরিবহন চালকরা জানিয়েছে, অধিকাংশ গাড়িতে তেল নেই, কোনও পাম্পে গিয়ে তেল পাওয়া যাচ্ছে না। ফলে সকাল থেকেগাড়ি চালাতে পারবেন না চালকরা।
ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকানির্ধারণ করেছে জ্বালানি খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার ( আগস্ট) রাত ১০টায় জ্বালানি খনিজসম্পদ বিভাগ থেকেপাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতদিন কেরোসিন ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রিহচ্ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *