বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, স্বর প্রক্ষেপণ ও নিয়ন্ত্রণ এবং উপস্থাপন শৈলী বিষয়ক দুই দিন ব্যাপি কর্মশালা আয়োজন করে জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১১ ও ১২ নভেম্বর টিএসসির তৃতীয় তলায় সেমিনার কক্ষে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাচিক শিল্পী ও উপস্থাপক রিনি বিশ্বাস।
অনুষ্ঠানের সমাপনী দিনে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর ড. দেব প্রসাদ দাঁ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুজন শর্মা এবং প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বিমান চন্দ্র বিশ্বাস৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়ধ্বনির সভাপতি মোঃ শাহরিয়ার কবির অপূর্ব।
[caption id="attachment_2804" align="aligncenter" width="458"] উপস্থিত শিক্ষার্থী[/caption]
১৯৯৮ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে জয়ধ্বনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন হিসেবে শুদ্ধ সংস্কৃতি চর্চা এবং বিকাশে সফলতার সাথে কাজ করে আসছে৷ জয়ধ্বনি বাঙালি সংস্কৃতির জয়যাত্রার জন্য অগ্রনী ভূমিকা পালন করে আসছে। শরৎ উৎসব,বর্ষার গান, ২রা মার্চের পতাকা উৎসব সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে জয়ধ্বনি ।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2025 Morning Tribune. All rights reserved.