মামুন হাসান (দেবিদ্বার প্রতিনিধি)।।
কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ দেবিদ্বার থানা কমল কৃষ্ণ ধর এর সার্বিক তত্ত্বাবধানে এসআই/চন্দন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ আজ দুপুর ১২ টার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দেবিদ্বার থানাধীন ইষ্ট্রগ্রাম সাকিনস্থ নিউ সজিব ব্রিকস ফিল্ডের পশ্চিম পাশে কুমিল্লা-সিলেট মহড়াসড়ের উপর চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে শরীরে লুকায়িত বিশেষ কায়দায় বহনকৃত ০৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
মাদক ব্যবসায়ী ১. মোছাঃ জাহানারা(৪০), পিতা- মৃত আঃ মালেক, স্বামী- মোঃ আব্বাস মিয়া , ২. জরিনা বেগম প্রঃ ঝর্না(৪০), পিতা-মৃত শামছু মিয়া, স্বামী- মৃত ইকবাল মিয়া ,উভয় গ্রাম- গোপীনাথপুর, থানা- কসবা, জেলা -ব্রাহ্মণবাড়িয়া ওনাদের গ্রেফতার করেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর এর সাথে কথা বল্লে ওনি জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদক মামলা রুজু করা হয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। দেবিদ্বার থানকে মাদক মুক্ত রাখতে রাতদিন কাজ করে যাবে দেবিদ্বার থানা পুলিশ। ওনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।