সৌদি আরব প্রতিবেদকঃ
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরকে সৌদি আরবে মারধর করা হয়েছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।
যেখানে দেখা গেছে,সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার ক্লাসিক রেস্টুরেন্টের সামনে তীব্র হট্টগোল। সেখানে নুরকে লাঞ্চিত করছেন প্রবাসীরা। যদিও ভিডিওটি বেশি দীর্ঘ নয় বলে সেখানে নুরকে পরিষ্কারভাবে দেখা যায়নি। ঘটনাটি দেশটির দাম্মাম আল খোবার এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক মো. আবু হানিফ সংবাদমাধ্যমকে বলেন, সৌদি আরবে যুবলীগের নেতাকর্মীরা ভিপি নুরকে আক্রমণ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাকে মারধর করা হয়নি। তাকে আক্রমণ করার আগেই সেখানে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন।
এর আগে ফেসবুকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে নুরের বৈঠকের একটি ছবি প্রকাশ হয়। যেটি নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2025 Morning Tribune. All rights reserved.