অনলাইন ডেস্ক।
আজ সোমবার স্কাল থেকেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এক স্কুল ছাত্রের লেখা প্রধানশিক্ষক বরাবর একটি আবেদনপত্র।
কেন এটা নিয়ে মাতামতি কারণ খুঁজে দেখা গেল মন খারাপ থাকার কারনে আসতে পারে নি স্কুলে। তাই আখন করেছে আবেদন ছুটি মওকুফের জন্য।
নেটইজেনরাও সমর্থন দিচ্ছেন ছেলেটিকে। কারণ মন বাল না খারাপ টা বিশাল প্রভাব ফেলে লেখাপড়ায়। আবার অনেকে তার সত্যবাদিতার প্রশংসা করছেন।
আবেদন পত্রে শিক্ষার্থীটি লিখেছে, ‘জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার মন খারাপ থাকার কারণে আমি গত ৩/১১/২০২২ তারিখে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব বিনীত প্রার্থনা এই যে আমাকে উক্ত একদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।’
উল্লেখ্য, আবেদনকারী শিক্ষার্থী রাজধানীর ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2025 Morning Tribune. All rights reserved.