অনলাইন ডেস্কঃ
জেনেভা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমানকে ভারতে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান হাইকমিশনার মো. ইমরানের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্যারিস, নিউ ইয়র্ক ও জেনেভায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি সিঙ্গাপুরে রাষ্ট্রদূত এবং কোলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসাবে কাজ করেছেন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের গ্র্যাজুয়েট মুস্তাফিজ যুক্তরাজ্য ও ফ্রান্সে পড়াশোনা করেছেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2025 Morning Tribune. All rights reserved.