#vp noor#bd#bal

সৌদি আরবে নুরকে ‘মারধর’, ভিডিও ভাইরাল

সৌদি আরব প্রতিবেদকঃ

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরকে সৌদি আরবে মারধর করা হয়েছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।

যেখানে দেখা গেছে,সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার ক্লাসিক রেস্টুরেন্টের সামনে তীব্র হট্টগোল। সেখানে নুরকে লাঞ্চিত করছেন প্রবাসীরা। যদিও ভিডিওটি বেশি দীর্ঘ নয় বলে সেখানে নুরকে পরিষ্কারভাবে দেখা যায়নি। ঘটনাটি দেশটির দাম্মাম আল খোবার এলাকায় বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে নুরের বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। এ ছাড়া ভিপি নুর ফেসবুকে এসে বিভিন্ন ধরনের সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেন। এসব ঘটনায় এমনিতেই তার বিরুদ্ধে সমালোচনার শেষ ছিল না, যা ক্ষুব্ধ করেছে সৌদি আরব প্রবাসীদেরও। এসব কারণেই নুরকে ধাওয়া দিয়ে মারধর করা ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এর আগে ভিপি নুর ওমরাহ পালনের কথা বলে দেশ ছেড়েছিলেন।

 

ভিপি নুরের সঙ্গে মেন্দি এন সাফাদির ছবি দেখেঐ সময়  উপস্থিত অনেকেই মন্তব্য করেছেন, দেশে আলেম-ওলামার জন্য নুর কান্নাকাটি করেন; কিন্তু ক্ষমতায় যেতে ইসরায়েলের শরণাপন্ন হন। অনেকে বলছেন, চরম সাম্প্রদায়িক বক্তৃতা দেওয়া নুর স্রেফ পাবলিসিটির জন্য ধর্মের কথা বলেন।

 

এ বিষয়ে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক মো. আবু হানিফ সংবাদমাধ্যমকে বলেন, সৌদি আরবে যুবলীগের নেতাকর্মীরা ভিপি নুরকে আক্রমণ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাকে মারধর করা হয়নি। তাকে আক্রমণ করার আগেই সেখানে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন।

এর আগে ফেসবুকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে নুরের বৈঠকের একটি ছবি প্রকাশ হয়। যেটি নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *