তৃণমূল কংগ্রেসের মহাসচিব, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির কলকাতার আরেকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৪০ কোটি রুপি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা পেয়েছে ইডি। এখনও পর্যন্ত ১৫ কোটি টাকা গোনা হয়েছে। তবে আরও টাকা রয়েছে। গোনার কাজ চলছে জোরকদমে।
ইডি সূত্রের খবর, নগদ টাকা ছাড়াও বিপুল সোনা পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই বান্ধবীর ফ্ল্যাট থেকে। বেলঘরিয়ার ফ্ল্যাটে বুধবার তালা ভেঙে ঢুকেছে ইডি। তারপর এই টাকা উদ্ধার করা হয়েছে।
এদিন অর্পিতার ফ্ল্যাটের টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে মেশিন আনান ইডির আধিকারিকরা। জানা গেছে, ৪টি জাম্বো মেশিন আনা হয়। সঙ্গে আরও পাঁচটি ছোট মেশিন। তাতেই শুরু হয় নোট গণনা।
রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত খবর, নগদ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে। যার ওজন কমবেশি তিন কেজি বলে খবর। সেইসঙ্গে বেশ কিছু রুপোর কয়েনও মিলেছে ক্লাব টাউনের বিলাসবহুল আবাসন থেকে।
প্রসঙ্গত, রাত পৌনে দশটার খবর নোট গণনা শেষ হয়নি। ফলে টাকার অঙ্ক আরও বাড়তে পারে। যেমন ডায়মন্ড সিটিতে প্রথমে জানা গিয়েছিল কুড়ি কোটি। তারপর তা গুণতে গুণতে গিয়ে দাঁড়ায় প্রায় বাইশ কোটিতে।
ডায়মন্ড সিটির ফ্ল্যাটেও প্রায় আশি লক্ষ টাকার গয়না মিলেছিল। তবে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে সোনার পরিমাণ আরও বেশি বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। তবে ডায়মন্ড সিটির মতো বেলঘরিয়াতেও বিদেশি মুদ্রা রয়েছে কিনা তা স্পষ্ট নয় এখনও।