প্রভোস্ট#News#Bd#Morningtribune#latest

ঢাবির সূর্যসেন হলের নতুন প্রভোস্ট হলেন অধ্যাপক জাকির হোসেন

ঢাবি প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া।

মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল পেইজ

রোববার (৩০ এপ্রিল) হলের প্রাক্তন প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার হাত থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস- এর ১৮ (১) ধারা অনুযায়ী ৩ শর্তে আগামী তিন বছরের জন্য এই নিয়োগ প্রদান করেন।

আরও পড়ুন

প্রভোস্টের জন্য বিশ্ববিদ্যালয়ের শর্ত

শর্তগুলো হলো- সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তিন বছরের জন্য প্রভোস্ট নিয়োগ করা হয়। একজন মোট দুই মেয়াদের জন্য প্রভোস্ট হিসেবে কাজ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *