চলতি দলবদল মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন সাদিও মানে। জাতীয় দল ও অল রেড়দের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন সাদিও মানে। টানা দ্বিতীয়বারের মতো এই খেতাব পেয়েছেন সেনেগাল ফরোয়ার্ড।
বৃহস্পতিবার (২১ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে মানের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জিতলেন সাবেক এই লিভারপুল তারকা। প্রথমবার জিতেছিলেন ২০১৯ সালে।
মানের সঙ্গে আফ্রিকান বর্ষসেরার খেতাব জেতার পথে লড়াইয়ে ছিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ এবং জাতীয় দল সতীর্থ ও চেলসির গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। তবে তাদের হঠিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে এই খেতাব জিতে সেনেগালের সাবেক খেলোয়াড় এল হাজি দিউফের পাশে বসলেন মানে।
গত মৌসুমে লিভারপুলের জার্সিতে ৩৩টি গোল করেন মানে। অল রেডসদের হয়ে জিতে নেন এফএ কাপ ও লিগ কাপ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে যাওয়ায় রাখেন গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সবথেকে বেশি ৪ বার করে আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছেন স্যামুয়েল ইতো এবং ইয়াইয়া তোরে।