ওয়াসা

শিক্ষা সফরে জাপান যাচ্ছেন ওয়াসার এমডি

ছয় সপ্তাহের ছুটিতে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তবে এই ছুটিতে থাকার সময়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ছয় দিনের ‘শিক্ষাসফরে’ জাপান যাবেন ওয়াসা এমডি। 

ছয় সপ্তাহের ছুটিতে আজ শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।এই ছুটিতে থাকাকালীন তিনি ছয় দিনের ‘শিক্ষাসফরে’ জাপান যাবেন।

সরকারি আদেশে বলা হয়েছে, সফরকারী ব্যক্তিদের যাবতীয় খরচ বহন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

শিক্ষা সফরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামসহ আরও পাঁচজন যাবেন।বাকিরা হলেন,ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোহাম্মদ জাহিদ হোসাইন চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম।

তবে কোন ধরনের শিক্ষা সফরে যাচ্ছেন এতে কিছুই বলা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *