শাহরুখ খান

শাহরুখ খান জানালেন পাঠান সিনেমার আসল আয়

বিনোদন ডেস্কঃ

মুক্তির আগে ‘পাঠান’ (Pathaan) সিনেমার প্রচার সোশ্যাল মিডিয়াতেই সেরে ফেলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর এক্ষেত্রে তাঁর বড় হাতিয়ার ছিল ‘AskSRK’ প্রশ্নোত্তর পর্ব। যখনই ইচ্ছে হয় তখনই টুইটারে প্রশ্নোত্তর পর্বটি শুরু করে দেন বলিউড বাদশা। এবার ছবি আসল আয় নিয়ে প্রশ্ন উঠতেই দিলেন মোক্ষম উত্তর। মাত্র ৯ দিনেই আয় করেছে ৭০০ কোটিরও বেশি টাকা। অল্প সময়ের মধ্যে আয়ের দিক থেকে সেরা ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে ‌পাঠান সব রেকর্ড ভেঙে ফেলেছে। এসব খবরের মধ্যেই অনেকে পাঠান সিনেমার আয় নিয়েও সংশয় প্রকাশ করছেন। আর টুইটারে তাদের মোক্ষম জবাব দিয়েছেন বলিউডের কিং খান।

শনিবার টুইটারে শাহরুখ খান ‘আস্ক এসআরকে’ হ্যাশট্যাগ দিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করতেই নানা মন্তব্য ও প্রশ্ন আসতে থাকে। সেখান প্রায় সবারই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেন শাহরুখ খান।

একজন লেখেন, ‘পাঠান’ ছবির আসল আয় কত?, যদিও এর উত্তর দিতে দেরি করেননি শাহরুখ। তিনি লিখেন, ৫০০০ কোটি ভালবাসা, ৩০০০ কোটি প্রশংসা, ৩২৫০ কোটি আলিঙ্গন আর ২ বিলিয়ন হাসিমুখ আর এখনও এর পালা চলছে। তোর অ্যাকাউন্টেন্ট কী বলছে ভাই?

আরেকজন লিখেন, ‘পাঠান’ সিনেমার প্রথম ভাগটা ভাল, কিন্তু পরবর্তী পর্ব আশাহত করেছে। আপনার কী মনে হয়?

এমন প্রশ্নে রসিকতার ছলেই জবাব দেন শাহরুখ। এ অভিনেতা লেখেন, কোনও সমস্যা নেই। যার যার যেমন পছন্দ। সিনেমা হলে পাঠান-এর প্রথম ভাগটা দেখে নিন তারপর এই উইএন্ডে অন্য কোনও সিনেমার শেষ ভাগ দেখে নিন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *