#bd#news#public#MORNINGTRIBUNE

রাতভর বিশেষ অভিযানে রাজধানীতে শতাধিক ব্যক্তি গ্রেপ্তার: ডিএমপি

বিশেষ প্রতিবেদক

শনিবার  রাতে রাজধানীতে বিশেষ অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর মিডিয়া ওয়িং। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের নিজ অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর আবাসিক হোটেল ও বিভিন্ন এলাকায় যে অভিযান পরিচালনা করা হয়েছে তা আমাদের রুটিন ওয়ার্ক। অভিযানে গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। পাশাপাশি কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়টি পুলিশকে সতর্কভাবে দেখভাল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নে মো. ফারুক হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত যে পুলিশ মোতায়ন করা হয়েছে তা আমাদের নিয়মিত ডিউটির অংশ। মূলত সার্বিক নিরাপত্তা বিবেচনায় আমরা সেখানে ফোর্স মোতায়েন করেছি।

অপর প্রশ্নে তিনি বলেন, কোন রাজনৈতিক উদ্দেশে নয়, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে কেবলমাত্র তাদেরই গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যা যা করণীয় তার সবকিছুই করবে বলেও জানান ডিসি ফারুক হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *