নিজস্ব প্রতিবেদকঃ
গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।
এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চার কিশোরীই একসঙ্গে বের হবার সময় বোরখা পরিহিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ঐ ছাত্রীদের স্কুল ও আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, ঐ চার কিশোরী একসঙ্গে ছিল। অবশ্য পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায় । ধারণা করা হচ্ছে, তারা সিলেটের দিকে যাত্রা করেছে। তবে তাদের কারো সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান নিশ্চিত হতে একটু সময় লাগছে।
ওসি হাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বের হয়। চার জনই বান্ধবী এবং সবাই মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। চার জনকে একসঙ্গে বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। তাদের উদ্ধারে এরই মধ্যে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের একাধিক টিম তাদের উদ্ধারে কাজ করছে।