#মর্নিংট্রিবিউন

মাঠে গড়ালো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসর

 বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ

আজ  ৯ সেপ্টেম্বর ২০২২(আজকে) অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাথলেটরা বাজিমাত করেছে। সাইক্লিং (ছেলে) ইভেন্টে ১ম রানার্সআপ হয়েছেন – ফয়সাল সাইক্লিং (মেয়ে) ইভেন্টে (৪র্থ) হয়েছেন রীনা। ম্যারাথন(মেয়ে) ইভেন্টে ২য় রানার্সআপ -ফারাজী আপু এবং ম্যারাথন(ছেলে) ইভেন্টে চঞ্চল হয়েছে অষ্টম।

মোট ১২৫ টি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সর্বোচ্চ স্বর্ণপদক বিজয়ী বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে এক বছরের জন্য চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে। সর্বোচ্চ স্বর্ণপদক বিজয়ী পুরুষ ক্রীড়াবিদকে বিশ্ববিদ্যালয় সেরা ক্রীড়াবিদ, পুরুষ পদকে ভূষিত করা হবে। সর্বোচ্চ স্বর্ণপদক বিজয়ী নারী ক্রীড়াবিদকে বিশ্ববিদ্যালয় সেরা ক্রীড়াবিদ, নারী পদকে ভূষিত করা হবে। প্রত্যেক ইভেন্টের সেরা ৩ জন হিসেবে মোট ১০৫ জন বিজয়ী ক্রীড়াবিদকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে। বাংলাদেশে ১৫০ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ লাখ ছাত্র-ছাত্রীর জন্য এই আয়োজন উন্মুক্ত। সকল ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী ছাত্র-ছাত্রী এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *