দশটা বছর আর তিনশত মাইল দূরের সেই তুমি!
তোমার গায়ের রক্তিম বর্ণ, নিস্তব্ধ আয়েশ;
সেই শীতের রাত,তোমার বেণীবাধা কেশ;
আর তোমার কাজল চোখে লুকিয়ে থাকা সেই শুভ্রতার হাসি-
এ যেনো আমার চির জন্মে দেখা প্রেয়সীর অলঙ্কারমাত্র।
তোমার গায়ের নীল শাড়ি, কাজল চোখ;
সেই রোডসাইড ফুড, তোমার বৃষ্টিমাখা মুখ;
আর আমাকে মুগ্ধ করা তোমার সেই মায়াবী হাসি-
এ যেনো আমার চির বিস্ময়ে আবিষ্কার করা এক রূপসীর রূপকমাত্র।
কবির আরও কবিতা
কিন্তু, নিদারুণ বিস্ময়ে আমি আজ অতীত।
আমার প্রখর রোদে পোড়া ঘর্মাক্ত শরীরে জমে থাকা ভালোবাসার তেজ তুমি বুঝোনি।
তুমি বুঝোনি কনকনে শীতে রাতের আধারে চাপা পড়ে যাওয়া সেই আলাপন।
তুমি সত্যিই ভালোবাসা বুঝোনা, শ্রাবণী!
আমার বুকে চাপা পড়া ভালোবাসার বিশ্রি গন্ধে যখন থমকানো পৃথিবী,
দূর থেকে আকাশের পানে চেয়ে অমাবস্যার মতোই নিস্তব্ধ সবই।
হঠাৎ দীঘির পাড়ে কৃষ্ণচূড়া হাতে আমি দাঁড়িয়ে সেদিন,
খোলা চুলে ঝিকিমিকি আলোর আবরণ,
হঠাৎ দুমকো হাওয়া,
আমার অপূর্ণ সব চাওয়া,
যেনো শুধু তোমাকেই বলে দিতে চাই ভালোবাসার ব্যর্থ পঙতিমালা।
মোঃ ইফতেখার মাহমুদ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়