#স্পোর্টস

ব্রাজিল বিশ্বকাপ জিতলে নগ্ন ছবি বিলি করবেন সুন্দরী মডেল

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে নেইমারের দল। প্রিয় দলের জয়ে খুশি সেদেশের বিখ্যাত মডেল মায়রা লোপেস। এবার সেই খুশিতে এক ঘোষণা দিয়ে বসলেন দেশটির এই সুন্দরি মডেল। তিনি জানিয়েছেন এবার ব্রাজিল বিশ্বকাপ জিতলে নিজের নগ্ন ছবি বিলি করবেন। তবে সেখানে লিমিটেশন জানিয়ে দিয়েছেন।

ব্রাজিল বিশ্বকাপ জিতলে নগ্ন ছবি বিলি করার ঘোষণা দিয়েছেন দেশটির মডেল মায়রা লোপেস

মায়রার বয়স ৩৫ বছর। এক সন্তানের মা। তবে তিনি বর্তমানে একা। সৃষ্টিকর্তার দেওয়া দেহের রূপ-সৌন্দর্যের সুবাদে মডেলই তার পেশা। ব্রাজিলের জয়ে এই নারী এতটাই উচ্ছ্বসিত যে শেষমেষ নিজেই এমন ঘোষণা দিয়েছেন। ব্রাজিল জিতলে নগ্ন ছবি দেবেন ফ্রি-তে। তবে এই অফার কেবল প্রথম হাজার জনের জন্য।

মায়রা জানিয়েছেন, একটি ওয়েবসাইট চালান তিনি। সেখানে নানা ধরনের ছবি ও ভিডিও বিক্রি করেন। বিশ্বকাপে ব্রাজিল জেতার পর অন্য দলের সমর্থকদের মন ভারাক্রান্ত থাকবে। তাঁদের আনন্দ দিতেই নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা করেছেন তিনি। তবে এ সংখ্যা এক হাজারের বেশি নয়।

ব্রাজিল বিশ্বকাপ জিতলে নগ্ন ছবি বিলি করার ঘোষণা দিয়েছেন দেশটির মডেল মায়রা লোপেস

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মায়রা। সেখানে নিজের একাধিক বিকিনি পরিহিত হট অ্যান্ড সেক্সি ছবি শেয়ার করে থাকেন মায়রা। সোশ্যাল মিডিয়াতেও তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া। তার এক একটি ছবি শেয়ার করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

বিশ্বকাপে এর আগেও একাধিকবার একাধিক মডেল নগ্ন হওয়ার কথা বলেছেন। তবে কাতার বিশ্বকাপে মায়রা লোপেস প্রথম এমন ঘোষণা করলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *