একান্তর কোনের বিপরীত বহুতে রঙ লেগেছে,অন্তস্থ কোনের অন্তরে উদিত হয়েছে রক্তিম সূর্য,বিকিরণ করছে সোনালীআভা ভেসে আসছে আলতাফ মাহামুদের একুশ,কল্পনা করছি শহীদ রফিকের হাতের মেহেদীতে রক্তের স্পর্শ,জব্বারের টুপিতে ফুটেছে বারুদ,সালামের বজ্রকন্ঠে উত্তাল হচ্ছে রাজপথ,বরকতের চোখে প্রতিশোধের নেশা,হসপিটালের বেডে শফিকের করুন আর্তনাদে বিমোহিত বসন্তেরকোকিল, কৃষ্ণচাড়ার পাপড়িতে লেগে আছে বারুদের গন্ধ,উত্তপ্ত রাজপথে শুরু হয়ে গেছে একুশের গল্প,শামসুরের কলম চলছে,বিক্ষোভে জেলের দেয়ালে আঘাত করছে মুনির,চলছে হায়েনাদের তান্ডব তবুও থামছে না একুশ অবেশেষে বীর বেশে উদিত হলো আমার দুঃখীনি বর্ণমালার বিজয়ের স্লোগান,এইতো একুশ আমার প্রাণের একুশ,আমার চেতনার একুশ,ভালবাসার একুশ।💜
লেখক: মোঃ আফাত হোসেন নির্জন
শিক্ষার্থী গণবিশ্ববিদ্যালয় (আইন বিভাগ)