নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল ০৪ এপ্রিল বৃহস্পতিবার মাহে রমজান উপলক্ষ্যে বিসিএস প্রশাসন ৪১তম ব্যাচের উদ্যোগে এতিম, অসহায়, দু:স্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
গতকাল ৪ই এপ্রিল রাজধানীর শহিদ মিনার, মৎস্য ভবন ও আশেপাশের ভাসমান মানুষ, সলিমুল্লাহ এতিমখানা এবং লালবাগ ইসলামিয়া এতিমখানার এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান এর শিক্ষাকে কাজে লাগিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে বলে উপস্থিত সকলে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
ইফতার বিতরণের আয়োজকরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন এবং ভবিষ্যতে তারা এই ধারা অব্যহত রাখবেন।