#scholarship#bd#news

বিনামূল্যে ইউনেস্কোতে ইন্টার্নশিপের সুযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

স্নাতক অথবা পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ১ থেকে ৬  মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ করে  দিচ্ছে ইউনেস্কো (UNESCO)। ২০ বছর বা তার অধিক বয়সী যেকোনো দেশের তরুণ-তরুণীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৩।

ইউনেস্কো ইন্টার্নশিপ প্রোগ্রামের লক্ষ্যে হল, শিক্ষার্থীদের ইউনেস্কোর আদেশ, প্রোগ্রাম এবং প্রক্রিয়া সম্পর্কে জানানো এবং শেখানোর পাশাপাশি ব্যবহারিক নিয়োগের মাধ্যমে তাদের একাডেমিক এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করার সুযোগ সৃষ্টি করা।

সময়কাল: ইউনেস্কো ইন্টার্নশিপের সময়কাল ১ মাস। তবে শিক্ষার্থীদের কর্মক্ষমতার উপর নির্ভর করে ৬ মাস পর্যন্ত বাড়াতে পারে কর্তৃপক্ষ। এছাড়াও ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আপনি  ইউনেস্কোতে (UNESCO) চাকরির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা:

• নিজের সুবিধা অনুযায়ী জায়গায় ইন্টার্নশিপের সুযোগ।

• স্বাস্থ্য বীমা প্রদান করবে।

• বিনামূল্যে আবেদন।

• ইন্টার্নশিপের সময়কালে প্রতি মাসে ২/৩ দিনের ছুটি প্রদান করা হবে।

যা যা প্রদান করবে না:

• আবাসন ব্যবস্থা।

• যেকোনো ধরবের ভিসা ও ভ্রমণ খরচ।

আবেদনের যোগ্যতা:

• কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে।

• স্নাতক অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।

• ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে।

• কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

• যেকোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে।

• যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

১) মেডিকেল সার্টিফিকেট।

২) জাতীয় পরিচয় পত্রের কপি।

৩)একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://careers.unesco.org/go/Internships-and-volunteers/783902/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *