তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বারবার বলেন খেলা হবে। গত নির্বাচনে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলকে হারিয়েছিলেন রমেশ চন্দ্র সেন। সে সময় রমেশদা তাকে আউট করেছিলেন। আপনাদের সঙ্গে আমরা খেলব না। বিএনপির সঙ্গে এখন থেকে খেলবে ছাত্রলীগ। চাইলে যুবলীগও খেলতে পারবে।’
বিএনপির সঙ্গে এখন থেকে ছাত্রলীগ খেলবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে সোমবার বেলা আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বারবার বলেন খেলা হবে। গত নির্বাচনে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলকে হারিয়েছিলেন রমেশ চন্দ্র সেন। সে সময় রমেশদা তাকে আউট করেছিলেন। আপনাদের সঙ্গে আমরা খেলব না। বিএনপির সঙ্গে এখন থেকে খেলবে ছাত্রলীগ। চাইলে যুবলীগও খেলতে পারবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘হিমালয় ও সাইবেরিয়া থেকে শীতের সময় কিছু পাখি বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে এসে এ দেশের ফসল খেয়ে আবার চলে যায়। বিএনপিও শীতের পাখির মতো। বিএনপি সমাবেশের নামে পিকনিক পার্টি করছে। কুমিল্লায় সমাবেশের তিন দিন আগে থেকে তাদের নেতা-কর্মীরা সেখানে পিকনিক শুরু করে দিয়েছিল।’
তিনি বলেন, ‘কুমিল্লায় সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক খেয়েছে। সেই সমাবেশে বিএনপির সাবেক মেয়র সাক্কু বলেছেন- আমার ৭৩টি ফ্ল্যাট নেতা-কর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। এই ফ্ল্যাটগুলোতে সমাবেশে আসা নেতা-কর্মীরা থাকবেন।
‘বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। বড় মাছ লাফালাফি করে না, লাফায় পুঁটি মাছ। বিএনপিও পুঁটি মাছের মতো লাফাচ্ছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল কিন্তু পুঁটি মাছ খেয়ে ফেলবে।’
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন সম্মেলন উদ্বোধন করেন।
এ ছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য শিবলী সাদিক এবং সংসদ সদস্য অ্যাড. জাকিয়া তাবাসসুম জুই।
সভাপতি ফিজার, সম্পাদক মিতা
মোস্তাফিজুর রহমান ফিজার আবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হলেন আলতাফুজ্জামান মিতা।
বিকেলে কাউন্সিল শেষে এই ঘোষণা দেন রমেশ চন্দ্র সেন।
এ সময় তিনি সহসভাপতি হিসেবে আজিজুল ইমাম চৌধুরী, তৌহিদুল হক সরকার ও শাহ ইয়াজদান মার্শাল এবং যুগ্ম সম্পাদক পদে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের নাম ঘোষণা করেন।
রমেশ বলেন, ডিসেম্বরের মধ্যেই দিনাজপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে।