#sust#bd

বাথরুম ব্যবহার নিয়ে শাবিপ্রবির দু’দল ছাত্রের মধ্যে হাতাহাতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাথরুম ব্যবহারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু’দল ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরে হলের ৪র্থ তলার বাথরুমে পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শিমুল মিয়া ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোসলেম ভূঁইয়ার মধ্যে বগবিতণ্ডা হয়। পরে হলের চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের কয়েকজন মিলে প্রাথমিকভাবে সমস্যার সমাধান করে দেন।

সন্ধ্যায় কয়েকজন সিনিয়র বিষয়টি সমাধান করতে ৪০৯ নম্বর রুমে শিমুলকে নিয়ে যান। ওই সময় ছাত্রলীগ নেতা মামুন শাহের অনুসারী মোসলেম মিয়াসহ কয়েকজন শিমুলকে মারধর করেন। পরে সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানের অনুসারীরাও ক্ষেপে যান। ফলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় উভয় গ্রুপের কর্মীদের হাতে রামদা, লাঠিসোঠাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। পরে দুই গ্রুপের নেতারাসহ ছাত্রলীগের অন্যান্য নেতাদের সমন্বয়ে বিষয়টি মীমাংসা করার জন্য গেস্ট রুমে বৈঠকে বসেন।

এ বিষয়ে জানতে চাইলে মামুন শাহ জানান, সমস্যার সমাধান করা হয়েছে।

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন জানান, সামান্য বিষয় নিয়ে হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে গ্রুপের নেতারা বসে এর সমাধান করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *