বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট সাইক্লিং করে পাড়ি দিল ঢাবির দুই তরুণ

৩০ সেপ্টেম্বর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট সাইক্লিং করে পাড়ি দেওয়ার জন্য হাজির দুই অদম্য তরুণ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রস্তুতি নিয়ে উপস্থিত হলেন দেশের সর্ব উত্তরে। তাদের এই যাত্রা উদ্বোধন করলেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার। এরপর পঞ্চগড় জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় শেষে যাত্রা শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া,সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজিপুর, সাভার ঢাকা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে সমাপ্ত হয় টেকনাফ জিরো পয়েন্টে ৭ অক্টোবর। টেকনাফ জিরো পয়েন্টে গিয়ে সমাপ্ত হলো পাঠ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সাইক্লিং।

সাইক্লিং করতে করতে সাইক্লিস্টরা বিভিন্ন জেলার গণগ্রন্থাগার, পাঠাগারের পাঠক ও কর্মীদের সঙ্গে মতবিনিময়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রচারাভিযান চালান। বই পাঠে উদ্বুদ্ধ করে দোকানপাঠ ও পথচারী, নবীন-প্রবীণদের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন।

বই পড়া নিয়ে মানুষকে সচেতন করে তাদের মাঝে পাঠ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী এই সাইক্লিং এর আয়োজন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এবং Open Access Bangladesh ওপেন একসেস বাংলাদেশ।

এই আয়োজনে সাইক্লিংয়ে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ আমিনুল ইসলাম ফুয়াদ (২০১৮১-১৯ সেশন) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৩ বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান তাহমিদ (২০১৮-১৯ সেশন)। আয়োজনে নলেজ পার্টনার হিসেবে ছিলো গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের তথ্য ও সংবাদভিত্তিক মাসিক সাময়িকী- লাইব্রেরিয়ান ভয়েস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *