স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম থেকে একে একে অবসর নিচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটাররা।পঞ্চপাণ্ডবদের সেই জোট ভেঙ্গেছে অনেক আগেই।এবার সেই তালিকায় যুক্ত হল আরেকটি নাম।
এশিয়া কাপে লজ্জাজনক ভাবে হারের পর আন্তর্জাতিক টি ২০ ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে নিজেকে সরিয়ে নিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। আজ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বাংলাদেশের হয়ে টি ২০ ফরম্যাট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন।
তার পোস্টে তিনি বাংলাদেশ ক্রিকেট টিম ও তার শুভানুধ্যায়ীদের তার প্রতি অকুন্ঠ সমর্থন এবং ভালোবাসা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তবে তিনি সব ধরনের টি ২০ ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন ,বিপিএল সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে টি ২০ ফরম্যাটে তাকে খেলতে দেখা যাবে।এছাড়াও টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে তাকে স্বমহিমায় দেখা যাবে বাংলাদেশের জার্সিতেই।