#morningtribune#du

বাঁচতে চায় ব্রেইন টিউমার আক্রান্ত ঢাবি শিক্ষার্থী হাবিব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ

গাইবান্ধা জেলার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক স্বপ্নবাজ তরুণ হাবিব। নিজের ও পরিবারের বহু স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের এই শিক্ষার্থীর স্বপ্ন ছিলো উচ্চ শিক্ষা শেষ করে রাষ্ট্রের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। পথিমধ্যে বাঁধা হয়ে দাঁড়ায় ব্রেইন টিউমার। ৪১ তম,৪৩ তম ও ৪৪ তম বিসিএস পরীক্ষায় তিনি প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতিমধ্যে হাবীব ৪১ ও ৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেছেন। কিন্তু হঠাৎ করে যেন স্তব্দ হয়ে যায় সবকিছু ।

দুর্ভাগ্যজনক হলেও সত্যি গত ১১ ই আগষ্ট হাবিবের ব্রেইন টিউমার ধরা পড়ে।টিউমারটি প্রাথমিক পর্যায়ে থাকায়   বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা তাকে অপারেশন করানোর পরামর্শ দেন। বন্ধুদের সহযোগিতায় সেই প্রস্তুতি নিলেও ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন। এই চিকিৎসা বাবদ হাবিবের প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা ৷ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাবিবের জন্য সামর্থ্যের বাহিরে। হাবিবকে  বাঁচাতে তাই প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

হাবিবের বন্ধু ও সহপাঠীরা  জানায়, আমাদের অদম্য স্বপ্নবাজ,মেধাবী বন্ধু হাবীবের  যেন তার এই রোগের কাছে হার মানতে  না মানে এজন্য সমাজের বিত্তবানদের নিকট আমি উদাত্ত আহবান জানাই, তারা যেন হাবিবের এই বিপদের মুহূর্তে দু হাত খুলে এগিয়ে আসে।

হাবিবের পাশে দাঁড়াতে-
01722847165 (যোগাযোগ)
বিকাশ-01722847165
নগদ-01722847165
রকেট-017228471657

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *