ঢাবি প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সহযোগী অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ধানমণ্ডি ৩২এ অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠনের নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সভাপতি আশরাফুল ফাহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খাদিমুল বাশার জয়, সাধারণ সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয়সহ প্রমুখ।