#News#Bd#Morningtribune#sports#Bdnews#politics

প্রাক্তন ঢাবি শিক্ষার্থীর কাভার্ডভ্যান আটকে চাঁদাবাজি, ঢাবির তিন শিক্ষার্থী গ্রেপ্তার

কাভার্ডভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপি চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) ওমর ছানী বিষয়টি নিশ্চিত করেছেন মর্নিং ট্রিবিউনকে ।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে বুয়েট মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। দাবিকৃত টাকা না পেয়ে চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে চালকের ডাক-চিৎকারে শাহবাগ থানার একটি টহল টিম এগিয়ে এলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এই সময় পুলিশ ধাওয়া দিয়ে ওই তিনজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।বর্তমানে তারা জেলহাজতে আছে।

এই প্রতিবেদক কাভার্ডভ্যান মালিকের সাথে কথা বলে জানতে পারেন, তিনি ঢাবির প্রাক্তন শিক্ষার্থী। তিনি এ ব্যাপারটিতে মারাত্নক আশাহত  হয়েছেন।

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন- থিয়েটার ডিপার্টমেন্ট শিক্ষার্থী ফজলে নাবিদ সাকিল (১৯), ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট শিক্ষার্থী রাহাত রহমান (২১) ও সমাজকর্ম ডিপার্টমেন্ট শিক্ষার্থী সাদিক আহাম্মদ (২০)। তারা তিন জনই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

ফজলে নাবিদ সাকিল ও সাদিক আহাম্মদ ঢাবির বিজয় একাত্তর হলের গণরুমে, রাহাত রহমান চকবাজারের একটি ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।

এসআই ওমর ছানী নাঈম জানান, শনিবার দিবাগত রাতে তারা বুয়েট মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান আটকিয়ে চালকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ৫০ হাজার টাকা না পেয়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই মুহূর্তে পুলিশের টহল টিম দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে চকবাজার থানা পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

ট্রাক চালক আবু তাহের জুয়েল  বলেন, “শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আমার ছোট ভাই রাশেদসহ লালবাগ থেকে টঙ্গীর যাচ্ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুয়েট মসজিদের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে আসামিরা একটি লাল ও কালো রঙের মোটরসাইকেল এসে গাড়ির গতিরোধ করে। পরে ট্রাকের সামনে তাদের মোটরসাইকেলটি রেখে আমাকে ও আমার ভাইকে গাড়ি থেকে নামতে বলে।”

তিনি আরও বলেন, “তারা আমাদের হত্যার ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে মারপিট করে পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। পরে ডাক-চিৎকার দিলে তারা পালিয়ে যাওয়ার সময় শাহবাগ থানার টহল দল এসে তাদের আটক করে।”

ডিএমপি শাহবাগ থানায় ট্রাক চালক আবু তাহের জুয়েল বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা করেন। পরে রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, “বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী ও আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *