নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মহামারীর প্রকোপ এবং একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যেতে থাকা এসএসসি পরীক্ষা অবশেষে শুরু হল আজ থেকে।
বর্তমানে কিছুটা বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও নির্দিষ্ট দিনেই শুরু হয়েছে পরীক্ষা।
অন্যান্যবার পরীক্ষা সকাল ১০ টায় শুরু হলেও এবছর যানজট বিবেচনায় পরীক্ষা শুরু হবে বেলা ১১ টায় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণ করছেন ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী । ৩ হাজার ৭৯০টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ আসর। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।