অনলাইন ডেস্কঃ
পারমাণবিক অস্ত্র উৎপাদন নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে ২০১৫ সালে ইরানের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা ,চীন ,রাশিয়াসহ ৭ টি দেশের। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ২০১৮ সালে আমেরিকা চুক্তি থেকে বের হয়ে গেলে নিজেদের পরমাণু কর্মসূচীর তৎপরতা বাড়ায় ইরান।
বাইডেন ক্ষমতায় আসার পর এই চুক্তির বিষয়ে আবারও তৎপরতা শুরু হয়। সমঝোতা টিকিয়ে রাখতে এরই মধ্যে একটি খসড়া তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন। গত মাসেই সমঝোতার ব্যাপারে ইরান তার অবস্থান জানান দিয়েছে। সমঝোতার ব্যাপারে ইরান আশাবাদী বলে বিবৃতি দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন ,নতুন করে পারমানু চুক্তির বিষয়টি ইরানের ওপর নির্ভর করছে। এরপর চুক্তির বিষয়টি নিয়ে ঘোর আপত্তি করে ইসরাইল। গত সোমবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক বিবৃতিতে বলা হয় ,পরমাণু চুক্তি বাস্তবায়িত হলে ইরানকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও বলা হয় ,পারমাণবিক অস্ত্র তৈরি করলে এর জবাব দিতে পিছপা হবে না ইসরাইল।