নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বে দুষিত শহরের তালিকায় ২য় স্থানে উঠে আসলো ঢাকা। ঢাকার বাতাসের মান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১০ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটেও একিউআই স্কোর অনুযায়ী খুব অস্বাস্থ্যকর ছিল।
তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরের স্কোর ২৬৪। তালিকার তিনে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। শহরটির স্কোর ২১৮।
১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
বাংলাদেশে, একিউআই ৫টি মানদণ্ডের ওপর ভিত্তি করে দূষণকারী- পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও,এসও২ ও ওজোন। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।