#morningtribune#oil#bd

দু’মাসের মধ্যে সয়াবিন তেলের দাম কমার সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সঙ্গে বিশ্ব বাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে দু’মাসের মধ্যে সয়াবিন তেলের দাম আরও এক ধাপ কমবে বলে আশা করছি।’শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রংপুরে সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। এছাড়া আদানী গ্রুপ বাংলাদেশে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাইছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ইউক্রেন ও রাশিয়া থেকে খাবার, চাল আমদানির উদ্যোগ কর্মসূচি গৃহীত হয়েছে। এতে করে দেশে নিত্যপণ্যের দাম কমে আসবে। এছাড়া, টিসিবির মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী বিক্রির মাধ্যমে দেশের পাঁচ কোটি মানুষ ভোগ করছে এর সুবিধা। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রয়েছে সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *