ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানান হয়রানি বন্ধের প্রতিবাদে ৮ দফা দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ।
গত মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং-এর সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন হাসনাত। পরে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী সংহতি জানিয়ে তার সঙ্গে যুক্ত হন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানও করেছিলেন তিনি।
আজ ৯ সেপ্টেম্বর৮ দফা দাবিত একটিও বেঁধে দেওয়া সময়ের মধ্যে পূরণ না হওয়ায় আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ভিসি স্যার উনার কথা রাখেননি এবং রেজিস্ট্রার বিল্ডিং-এ আজ আমাকে বাঁধা দেওয়া হয়েছে। নয়টায় অফিস টাইম থাকলেও, নয়টা চল্লিশে(৯.৪০) রেজিস্ট্রার বিল্ডিংয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিসে অনুপস্থিত। সেই ছবি তুলতে গেলে আমি বাঁধার সম্মুখীন হই।রেজিষ্ট্রার বিল্ডিংয়ের ছবি তোলার আগে না-কি কতৃপক্ষের অনুমতি নিয়ে ছবি তুলতে হবে।এই অনিয়মের শৃঙ্খল ভাঙ্গতে হবে।