#morningtribune

দাবি পূরণ না হওয়ায় আবারও অবস্থান কর্মসূচিতে ঢাবি শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানান হয়রানি বন্ধের প্রতিবাদে ৮ দফা দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং-এর সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন হাসনাত। পরে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী সংহতি জানিয়ে তার সঙ্গে যুক্ত হন। এদিকে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানও  করেছিলেন তিনি।

আজ ৯ সেপ্টেম্বর৮ দফা দাবিত একটিও বেঁধে দেওয়া সময়ের মধ্যে পূরণ না হওয়ায় আবারও  অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ভিসি স্যার উনার কথা রাখেননি এবং রেজিস্ট্রার বিল্ডিং-এ আজ আমাকে বাঁধা দেওয়া হয়েছে। নয়টায় অফিস টাইম থাকলেও, নয়টা চল্লিশে(৯.৪০) রেজিস্ট্রার বিল্ডিংয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিসে অনুপস্থিত। সেই ছবি তুলতে গেলে আমি বাঁধার সম্মুখীন হই।রেজিষ্ট্রার বিল্ডিংয়ের ছবি তোলার আগে না-কি কতৃপক্ষের অনুমতি নিয়ে ছবি তুলতে হবে।এই অনিয়মের শৃঙ্খল ভাঙ্গতে হবে।

আজকে সকাল ১০.৩০ থেকে আমার টানা অবস্থান কর্মসূচি চলবে।
বেঁধে দেওয়া দশ কর্মদিবস শেষ হলেও রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যা সমাধানে ভিসি স্যার কোন পদক্ষেপ নেননি। আমাদের আট দফা দাবির একটি দাবিও পূরণ করেননি,কিংবা দাবি পূরনে কোন ধরনের দৃশ্যমান ব্যবস্থা নেননি।রেজিস্ট্রার বিল্ডিংয়ের অবস্থা যা ছিলো,ঠিক তা-ই রয়েছে।তথৈবচ।
রেজিস্ট্রার বিল্ডিংয়ের কর্মচারীদের কাজে সময়মতো উপস্থিত না হওয়া,লাঞ্চের আগেই অফিস থেকে বেড়িয়ে যাওয়া,অযথাই ছাত্র হয়রানি করা,অহেতুক দায়িত্ব অবহেলা, রুম নম্বর বিড়ম্বনা,সনাতন পদ্ধতি ও ছাত্র হয়রানি এখনো রেজিস্ট্রার বিল্ডিংয়ের নিয়মিত ঘটনা।
পর্যাপ্ত সময়, গঠনমূলক পরামর্শ,সময়পোযোগী দিকনির্দেশনা দেওয়ার পরও আট দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের অসহযোগিতামূলক আচরণে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ক্ষুব্ধ।
এজন্য, এবার আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি চলবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *