ঢাবি প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বাসরুট তরঙ্গ শিক্ষার্থীদের আয়োজন করলো "তরঙ্গ ইনডোর গেমস ২০২৩"। উক্ত বিশ্ববিদ্যালয়ের বাসরুট সংস্কৃতিতে এবারই প্রথমবার তরঙ্গ বাস এই ধরণের সহশিক্ষামূলক আয়োজন করেছে। গত ২৮ এবং ২৯ আগস্ট, ২০২৩ এ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই ইনডোর গেমস। শিক্ষার্থীদের পরিবহন সেবা প্রদান করা ছাড়াও তরঙ্গের পক্ষ থেকে বছরজুড়েই থাকে নানা ধরণের শিক্ষার্থীবান্ধব,যুগোপযোগী সহ-শিক্ষামূলক কার্যক্রম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বাসরুট তরঙ্গ'র পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজিত
এই ইনডোর গেমস টুর্নামেন্টে শিক্ষার্থীদের জন্য ছিলো দাবা, লুডু, টেবিল টেনিস, উনো, কার্ড(২৯) এর মতো আকর্ষণীয় খেলায় অংশগ্রহণের সুযোগ। চিন্তা, বুদ্ধি আর ভাগ্যের সমন্বয়ে দারুণ উপভোগ্য হয়ে ওঠা এই খেলাগুলোয় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সর্বমোট ১২০ জন শিক্ষার্থী। দুইদিনব্যাপী এই আয়োজনে উৎসাহী, খেলাপ্রিয় শিক্ষার্থীদের সবান্ধব উপস্থিতি ও উন্মাদনায় টুর্নামেন্টটি সহজ প্রাণের স্পন্দন পায়।
মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক লিংক
আয়োজকদের সাথে যোগাযোগ করা হলে তরঙ্গ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম বলেন,"তরঙ্গ বরাবরই ব্যতিক্রমধর্মী আয়োজনে এগিয়ে। তরঙ্গ কার্যনির্বাহী কমিটি অত্যন্ত দক্ষতার সাথে ইনডোর গেমস সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনোভাবকে জাগিয়ে তুলতে তরঙ্গের এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই।" কার্যনিবাহী কমিটির বর্তমান সভাপতি ওয়াসিউল হক পান্থ জানান "তরঙ্গের এই আয়োজন প্রতিযোগিতামূলক হলেও এর উদ্দেশ্য মূলত শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি করা, সামনের দিনগুলোতেও তরঙ্গ এমন ধারাবাহিক থাকার প্রচেষ্টা করবে"। সাধারণ শিক্ষার্থীদেরও প্রত্যাশা তরঙ্গের এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2024 Morning Tribune. All rights reserved.