ঢাবি সাংবাদিক সমিতি

ঢাবি সাংবাদিক সমিতির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবি প্রতিবেদকঃ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে প্রতিষ্ঠার ৩৭ বছর পার করল দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে কেক কেটে এবং আনন্দ র‌্যালির মাধ্যমে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক মো. আকবর আলী, ডুজার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি মামুন তুষার। সমিতির অন্যান্য সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘এটি অত্যন্ত আনন্দের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ৩৭ বছর পূর্ণ করে আজ ৩৮তম বর্ষে পদার্পণ করলো। বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংবাদিকতা পেশার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নিঃসন্দেহে একটি পথিকৃত প্রতিষ্ঠান। বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরণের সাংবাদিক সমিতি গড়ে উঠেছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন এ ধরণের সংগঠন থাকে, সে সংগঠন যখন নির্ভীক ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে তখন সেটির গুরুত্ব অশেষ। গুরুত্ব এখানেই– নানা ধরনের অসঙ্গতি, বিচ্যুতি ও অসামঞ্জস্যতার প্রতি সবসময়ই সাংবাদিকদের সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে।’

উপাচার্য আরও বলেন, ‘সাংবাদিকরা যে সব লেখা প্রকাশ করে, সেগুলো কিন্তু পলিসি মেকিংয়ে গুরুত্ব রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করবো, তাদের এই ধারাটা যেন অব্যাহত থাকে। আজকের এই সুন্দর দিনে সাংবাদিক সমিতির সব সদস্যকে অভিনন্দন জানাই।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ এ স্লোগান ধারণ করে ১৩ জন ক্যাম্পাস প্রতিনিধিকে নিয়ে ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *