ঢাবি প্রতিবেদকঃ
ঢাকার ছেলে অনিক পাল যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় পড়তে এসেছিলেন। বছর দুই আগে। মেধাবী শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। পড়াচ্ছিলেনও সেখানে। পারড্যু বিশ্ববিদ্যালয়ে (Purdue University) পিএইচডিতে তার বিষয় ছিলো বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি।
অনিক পাল অন্তর্ধানের কারণ কি ?
অনিক পাল ফেসবুকে নিজের ফেসবুক প্রোফাইলের ছবি নিকষকালো করেছিলেন ২৭ জুন রাতে। তারপর তিনি একটি তার নিজের গাওয়া গান আপলোড করেছিলেন আর, নিখোঁজ হয়েছেন ৩ জুলাই মধ্যরাতে। প্রতীয়মান হয় যে তিনি মূলত ডিপ্রেশনে ভুগছিলেন।
মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক লিংক
৭ জুলাই ওয়েস্ট লাফিয়েট সিটির একটি সংবাদপত্রে অনিক পালের হারিয়ে যাওয়ার খবরটি প্রকাশিত হয়। তাতে বলা হয়, ৩ জুলাই রাত আড়াইটার দিকে অনিক পথচারী পারাপারের একটা সেতু থেকে ওয়াব্যাশ (Wabash) নদীতে ঝাঁপ দেন। সিসিটিভির ফুটেজ দেখে উদ্ধার অভিযানে নামে পুলিশ এবং আরো আরো সংস্থা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করা যায়নি অনিককে।
পুলিশের ধারণা, মৃত্যু হয়েছে অনিকের। কিন্তু তুলনামূলক শান্ত এ নদীতে তার মরদেহ কেনো মিললো না এনিয়ে আক্ষেপ অনিকের পরিচিতজনদের।
অনিক অবিবাহিত ছিলেন। ঢাকায় তার আত্মীয় পরিজন সবাই আছেন। তারাও নিশ্চিত নন কী ঘটেছে অনিকের ভাগ্যে। যদি তার মৃত্যুও হয়, তাহলে সন্তানের মরদেহটি ফিরে পেতে ব্যাকুল তারা।
Pingback: কারাগারে কেমন আছে বরগুনার 'ডাইনী খ্যাত' সেই মিন্নি? - Morning Tribune