
ঢাবি প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন আগামী ২৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক লিংক
বিশেষ সমাবর্তন
আগামী ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ২৩ ও ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তনের কস্টিউম (পোশাক) এবং আমন্ত্রণপত্র নিতে পারবেন রেজিস্ট্রেশনকারীরা।
রোববার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনকৃত শিক্ষকরা আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন বুথ থেকে কস্টিউম সংগ্রহ করতে পারবেন। একই সময় একই বুথ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারবেন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাইগণ। এছাড়াও নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনকৃত শিক্ষক ও শিক্ষার্থীরা।