ঢাবি প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের অন্তর্ভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদ এবং ফার্মেসি অনুষদ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সই করা বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
ব্যবসায় শিক্ষায় অনুষদ শাখায় সভাপতি মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. খোকন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সাফওয়ান চৌধুরী।
অন্যদিকে ফার্মেসি অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন ইহতেসানুল হক আনাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রসেনজিৎ কুমার পাল।
কমিটিতে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এবং পরিচ্ছন্ন ছাত্রদের পদায়ন করা হয়েছে বলে ঢাকা পোস্টকে জানান ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।