ঢাবির ‘ডুসাড’ কর্তৃক আয়োজিত ‘ইফতার মাহফিল ও নবীন বরণ-২০২২’

গত সোমবার (২৫ এপ্রিল)ঢাবির  সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে ফার্মেসি লেকচার থিয়েটার ভবনে ইফতার মাহফিল ও নবীন বরণের আয়োজন করে ডুসাড। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফিফুল ইসলাম আফিফ,সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারন সম্পাদক মোঃ রেদাউন হোসেন (দিপু)।উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের তালিকায় ছিলেন মোঃ শাহ আলম,ডিআইজি,রেলওয়ে পুলিশ। ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া,অধ্যাপক এবং প্রতিষ্ঠাতাগত সোমবার (২৫ এপ্রিল)ঢাবির  সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে ফার্মেসি লেকচার থিয়েটার ভবনে ইফতার মাহফিল ও নবীন বরণের আয়োজন করে ডুসাড। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফিফুল ইসলাম আফিফ,সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারন সম্পাদক মোঃ রেদাউন হোসেন (দিপু)।উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের তালিকায় ছিলেনমোঃ শাহ আলম,ডিআইজি,রেলওয়ে পুলিশ। ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া,অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন,টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ,ঢাবি।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল করিম সরকার,উপদেষ্টা,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।আ ক ম ফারুক,সাধারণ সম্পাদক,বৃহত্তর কুমিল্লা সমিতি,ঢাকা।ইমরান হোসেন ভূঁইয়া,সহকারী অধ্যাপক,উন্নয়ন অধ্যয়ন বিভাগ,ঢাবি।আমন্ত্রিত অতিথিরা ২০২০-২১ সেশনে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন  শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এই অনুষ্ঠানের  মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক দৃঢ় হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *