ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আশফাক ফেরদৌস আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সামসুল আরেফিন সেজান।
উল্লেখ্য যে, আশফাক ফেরদৌস বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সম্পাদক পদে আসীন। সামসুল আরেফিন সেজান এসএম হল ছাত্র সংসদের সদস্য ছিলেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপরে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ,সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার কমিটি অনুমোদন দেয়া হলো। এতে সভাপতি পদে আশফাক ফেরদৌস ও সাধারণ সম্পাদক সামসুল আরেফিন সেজান নির্বাচিত হয়েছেন।