#news#bd#accident

ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু

ঢাবি প্রতিবেদকঃ
রাজধানী শাহবাগ মোড় থেকে রুবিনা আক্তার (৪৫) নামে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত দেড় কিলোমিটার পথ টেনে হিঁচড়ে নিয়ে যায় এক প্রাইভেটকার। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাড়া করে ধরে  চালককে ধরে গণপিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় ওই নারী ও চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সেখানে নারী মারা যান। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি ওই নারীকে চাপা দেওয়ার পর কয়েকশ গজ দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। আশেপাশে থাকা লোকজন চিৎকার করলেও গাড়ি থামাননি চালক। এ ঘটনার পর প্রাইভেটকারটি বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে নিউমার্কেটের দিকে পালিয়ে যেতে চেষ্টা করে। তবে উপস্থিত শিক্ষার্থীরা প্রাইভেটকারটি আটক করে চালককে মারধর করেন। আহত অবস্থায় ওই নারী ও প্রাইভেটকার চালক দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। প্রাইভেটকারের ওই চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন।

অধ্যাপক ড. গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, চালকের নাম আজহার জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সাবেক (চাকরীচ্যুত) শিক্ষক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়টি দেখছে। সেখানে প্রক্টরিয়াল টিমও উপস্থিত আছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সময়ের আলোকে বলেন, আহত অবস্থায় ওই নারী ও চালককে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে। মারধরে আহত চালকের অবস্থাও সঙ্কটাপন্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *