নিজস্ব প্রতিবেদক।।
আজ ৩রা নভেম্বর ২০২২ তারিখে মেয়েদের হলগুলোতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ,অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে এবং এর সমাধানকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর ৮ দফাভিত্তিক একটি স্মারকলিপি দাখিল করেন মেয়েদের হলগুলোর প্রতিনিধিগন।
এ স্মারকলিপিতে তারা উল্লেখ করেন ,মেয়েদের হলগুলোতে বিভিন্নসময় বিভিন্ন অনিয়ম এবং অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। হলগুলোর প্রশাসনিক কর্মকর্তাদের সাধারণ ছাত্রীদের প্রতি অসহযোগিতামূলক ব্যাবহার এবং নানাবিধ হয়রানির অভিযোগ তুলে হল প্রতিনিধিরা বলছেন ,
হলের প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন সময়ে সাধারণ ছাত্রীদের প্রতি অশোভন আচারন করে থাকেন।এছাড়া ও কতৃপক্ষ মেয়েদের হলগুলোতে প্রবেশের জন্য নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছে যা ছাত্রদের
অধিকার বঞ্চিত করছে।
এছাড়াও হলে অতি উচ্চ মূল্যে নিম্নমানের খাবার সরবরাহ এবং অপর্যাপ্ত বিশুদ্ধ পানির ফিল্টারের অপ্রতুলতার কথা ও তুলে ধরছেন এই স্মারকলিপিতে।
যাবতীয় সমস্যার সমাধানকল্পে হলগুলোর সাধারণ ছাত্রীদের পক্ষ থেকে ৮ দফাভিত্তিক দাবিদাওয়া প্রকাশ করা হয়।
দাবি গুলো হল :
১. অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে যেকোনো হলে প্রবেশের সুযোগ দিতে হবে।
২. হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করতে হবে।
৩. হলের খাবারের গুনগত মান বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেক হলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করতে হবে।
৪. শিক্ষার্থীদের সাথে হল প্রশাসনের সদাচরণ নিশ্চিত করতে হবে এবং হলের কর্মচারীদের শিক্ষার্থীদের সাথে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে।
৫. হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
৬. হলের গেস্টরুম সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
৭. দূরবর্তী হলগুলোর যাতায়াতের জন্য বাসের ট্রিপ এবং সময়সীমা বৃদ্ধি করতে হবে।
৮. ক্যাম্পাসে যাতায়াতের জন্য সঠিক রিকশা ভাড়া নির্ধারণ এবং এ ব্যাপারে যথাযথ মনিটরিং এর ব্যবস্থা করতে হবে।
স্মারকলিপিটিতে হলগুলোর সাধারণ ছাত্রীদের পক্ষ থেকে স্বাক্ষর করেন মেয়েদের ৫ টি হলের নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।