বিশেষ সমাবর্তন

ঢাবির বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবর

ঢাবি প্রতিনিধিঃ

আগামী ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’(মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

বিশেষ সমাবর্তন

বিশেষ এই সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দেওয়া হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা গত সিন্ডিকেট সভায় প্রধানমন্ত্রীকে বিশেষ বক্তা হিসেবে রেখে বিশেষ সমাবর্তন করার ঘোষণা দিয়েছিলাম। সে অনুযায়ী আমরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাই। সেই চিঠির উত্তরে তিনি সশরীরে উপস্থিত থাকবেন বলে আমাদের নিশ্চিত করেছেন। আগামী ২৬ অক্টোবর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে।

মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক লিংক

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় অক্টোবরে সমাবর্তনের সিদ্ধান্ত হয়। সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। তিনি বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন। তবে তখন নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করা হয়নি। পরে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে ২৬ অক্টোবর এই বিশেষ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়।

১ thought on “ঢাবির বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবর”

  1. Pingback: দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি, সবচেয়ে বেশি পাকিস্তান থেকে - Morning Tribune

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *