আজ (২৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে ১৮১জন পদ পেয়েছেন।
ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ কমিটির অনুমোদন দেন।
ইতোপূর্বে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন নাঈমকে সভাপতি ও আবু হাসিব মুক্তকে সাধারণ সম্পাদক করে ফজলুল হক হল শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
১৮১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে- সহ-সভাপতি ৪৯ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সম্পাদক ২৪ জন, উপ-সম্পাদক ৫৬ জন, সহ-সম্পাদক ১৫ জন এবং সদস্য রয়েছেন ১৩ জন।
কমিটিতে ১নং সহ-সভাপতি হয়েছেন, রোকন শাহরিয়ার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার আদনান ফয়সাল এবং ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শেখ রাসেল।
হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম বলেন, আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করলাম। নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা থাকবে, সামনে নির্বাচন আসছে, তখন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত বলেন, হল কমিটি ঘোষণার পর তারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন। আজকে তারা স্বীকৃতি পেয়েছেন। ভবিষ্যতেও ছাত্রলীগের জন্য সক্রিয় ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন নতুন দায়িত্ব পাওয়া এ নেতা। ।