ঢাবি প্রতিবেদক।।
আজ (৯ই অক্টোবর) দীর্ঘ ৪ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে, দর্শন বিভাগের আসিফ হোসেন কে সভাপতি ও পপুলেশন সায়েন্স বিভাগের নূর উদ্দীন আহমদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
আসিফ হোসেনের গ্রামের বাড়ীর হবিগন্জ জেলার বানিয়াচং উপজেলায় ও নূর উদ্দীন আহমদের গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়।
রোববার রাতে (৯ অক্টোবর) সমিতির বর্তমান সভাপতি মোঃ শাহরিয়ার ও সাধারণ সম্পাদক তারেক আহমদ চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।